Home তোমাদের কবিতা হেমন্তের কালে

হেমন্তের কালে

শরিফ আহমাদ

ভোরের পাখি গান ধরেছে
গাছের ডালে ডালে
শিশির ঝরে টাপুর টুপুর
হেমন্তের কালে।
চাষির চোখে ঘুম বেশি নেই
নানান চিন্তা করে
সোনালি ধান মাঠে ভরা
চোখ যত দূর পড়ে।
সবার মুখে ফুলের হাসি
ধানে ভরে গোলা
নবান্নে হয় যে আনন্দ
যায় না তাকে ভোলা।

SHARE

Leave a Reply