হাসবিতুল হাসান নিঝুম
সর্ষে খেতের হাওয়ার দোলায়
এলো হেমন্ত
হলুদ বন্যায় যাবে ভেসে
খুশির নেই অন্ত।
মৌ মৌ চারিদিকে
নতুন ধানের গন্ধ
মনের মাঝে দেয় যে দোলা
নিত্য সুখের ছন্দ।
হাসবিতুল হাসান নিঝুম
সর্ষে খেতের হাওয়ার দোলায়
এলো হেমন্ত
হলুদ বন্যায় যাবে ভেসে
খুশির নেই অন্ত।
মৌ মৌ চারিদিকে
নতুন ধানের গন্ধ
মনের মাঝে দেয় যে দোলা
নিত্য সুখের ছন্দ।