মিনহাজুল আবেদীন
ঝিরিঝিরি বাতাসে মনে লাগে দোল
ফুটেছে নদীর বুকে সাদা কাশফুল।
পাহাড়ের বুকেও ফুটে আছে সে
যেন কোন নারী সাদা শাড়ি পরেছে।
মিনহাজুল আবেদীন
ঝিরিঝিরি বাতাসে মনে লাগে দোল
ফুটেছে নদীর বুকে সাদা কাশফুল।
পাহাড়ের বুকেও ফুটে আছে সে
যেন কোন নারী সাদা শাড়ি পরেছে।