Home তোমাদের কবিতা হেমন্ত

হেমন্ত

মো: সাইফুল ইসলাম

শরতের শেষে হেমন্তেরই আগমন
পাকা ধানের সোনারঙে ভরে যায় মন।
চারদিকে খুশির আমেজ আনন্দে রব রব
বছর ঘুরে এলো আবার নবান্ন উৎসব।
নতুন ধানের গন্ধে চারদিকে খুশির রেশ
নানান রকম পিঠাপুলি লাগছে খেতে বেশ।
নবান্নের দিনে কৃষকের মুখে সোনাঝরা হাসি।
নতুন ফসল আনে হেমন্ত ভালোবাসি।

SHARE

Leave a Reply