Home তোমাদের কবিতা ছবি

ছবি

বাতেন বাহার

শরৎ এলে মেঘ বালিকা যায় পালিয়ে দূরে
তখন সাদা শুভ্র পরী রাতের আকাশজুড়ে
শিশির মাখা চাঁদের আলোয় গল্প জমায় খুব
খুকুর চোখে ভোরের স্বপন শান্ত অপরূপ।
শিউলি ফুলের সুবাস ছুটে চমকে শিশির ঘাসে
কাশমেয়েরা দূর আকাশে আলোর নায়ে ভাসে।
কখনো ওরা চায় পালাতে ভুলে মায়ের আড়ি
কিন্তু শিশির মার আদেশে থামায় কাশের গাড়ি।

SHARE

Leave a Reply