তৌহিদুল ইসলাম কনক
কাশফুলে বাঁশফুলে
দূরে দূরে দোল খায়
সাদা মেঘ যায় রেগে
দুধে টান ঘোল খায়।
আমাদের গাঁয়ে গাঁয়ে
পাখিসব উড়ে যায়
শরতের আগমনে
হেসে খেলে দূরে যায়।
তৌহিদুল ইসলাম কনক
কাশফুলে বাঁশফুলে
দূরে দূরে দোল খায়
সাদা মেঘ যায় রেগে
দুধে টান ঘোল খায়।
আমাদের গাঁয়ে গাঁয়ে
পাখিসব উড়ে যায়
শরতের আগমনে
হেসে খেলে দূরে যায়।