শরীফুল ইসলাম
কালীগঞ্জ, ঝিনাইদহ
কোন্ ইতালীয় নাগরিক বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত হন?
– মাদার মারিও ভেরেনজি।
সাকিব মাহমুদ
যাত্রাবাড়ী, ঢাকা
বিশ্ববিখ্যাত টাইটানিক জাহাজ কোন্ সালের কত তারিখে নির্মিত হয়?
– ১৯১২ সালের ১৩ এপ্রিল।
তামান্না নাহার
রামগতি, লক্ষ্মীপুর
বাংলাদেশের বৃহত্তম লাইব্রেরি কোন টি?
– পাবলিক লাইব্রেরি (ঢাকা)।
আবু নাসের মো: ওয়াহিদুজ্জামান
শিবচর, মাদারীপুর
বাংলাদেশের দীর্ঘতম নদী কোন টি?
– সুরমা।
ফাতেমা আক্তার সাদিয়া
বাসাবো, ঢাকা
কোন্ ভিটামিন তাপে নষ্ট হয়ে যায়?
– ভিটামিন সি।
রুবেল মিয়া
পিরোজপুর, বরিশাল
প্রথম বিশ্বযুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল?
-১৯১৪ সালে।
সেলিনা আক্তার
বুড়িচং, কুমিল্লা
মাধবকণ্ড জলপ্রপাত কোথায় অবস্থিত?
– মৌলভীবাজারে।
জহিরুল ইসলাম রানা
টঙ্গী, গাজীপুর
ভারতের জাতীয় নদী কোন টি?
– গঙ্গা নদী।
রুমানা ইয়াসমিন
মুক্তাগাছা, ময়মনসিংহ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন?
– স্যার পি জে হার্টস।
তাসলিমা আক্তার
ফরিদগঞ্জ, চাঁদপুর
বাংলাদেশের বৃহত্তম জেলার নাম কী?
– রাঙ্গামাটি।
সাইফুল ইসলাম
মাইজদী, নোয়াখালী
বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কী?
– শ্রীমাভো বন্দর নায়েক (শ্রীলঙ্কা)।
মো: জহিরুল ইসলাম
দিনাজপুর
সুয়েজ খাল কোথায় অবস্থিত?
– মিসরে।
নাজিবুর রহমান
মিরপুর, ঢাকা
বাংলাদেশের কোন্ নদীতে জোয়ার-ভাটা হয় না?
– গোমতী নদী।
তামান্না আক্তার
মতিঝিল, ঢাকা
কোন্ সূরাকে পবিত্র কুরআনের ‘মা’ বলা হয়?
– সূরা ফাতিহাকে।