Home হাসির বাকসো হাসির বাকসো

হাসির বাকসো

রবিন একবার দুই পায়ে দুই রঙের মোজা পরে স্কুলে এলো। একপায়ে লাল, অন্যপায়ে নীল। তাই দেখে রাসেল বলল, অদ্ভুত ব্যাপারতো! এমন এক জোড়া মোজা পেলি কোথায়? এর আগে দুই রঙের জোড়া কখনো দেখিনি।
রবিন : আরে বাবা, আমি নিজেই জানতাম নাকি যে আমার এক জোড়া এমন মোজা আছে? আরো অদ্ভুত ব্যাপার কি জানিস? বাসায় এমন আরো এক জোড়া মোজা দেখে এসেছি!
সংগ্রহে : হামিদুর রহমান
কালিগঞ্জ, সাতক্ষীরা

শিক্ষক : বলতো আমির, তোমার জীবনের লক্ষ্য কী?
আমির : স্যার, আমি একজন গবেষক হতে চাই।
শিক্ষক : খুব ভালো। তা তুমি কিসের গবেষক হতে চাও?
আমির : সেটারই এখন গবেষণা করছি স্যার।
সংগ্রহে : আরিফ বিন নজরুল
ফুলতলা, খুলনা

ছেলে : আম্মু, আমি না আব্বুর ত্রিশ হাজার টাকা আয় করে দিলাম।
মা : তুই এতো টাকা কোথায় পেলি?
ছেলে : আব্বু বলেছিল, পরীক্ষায় পাস করতে পারলে আমাকে একটা কম্পিউটার কিনে দেবে। ওটা আর দিতে হবে না।
সংগ্রহে : ফাতেমা তুজ জহুরা
খোকশাবাড়ী, এনায়েতপুর, সিরাজগঞ্জ
বাইরে থেকে দরজা নক করছে কেউ। কিন্তু কিছুতেই নাম বলছে না-
ভেতর থেকে : কে?
বাইরে থেকে : আমি।
ভেতর থেকে : আমি কে?
বাইরে থেকে : আরে আপনি কে, আমি কী করে বলব?
সংগ্রহে : সাজ্জাদ হোসেন সাজু
চিরিরবন্দর, দিনাজপুর

দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে-
রিফাত : বলতো সাজেদুর ভূমিকম্প হলে মাটি কেঁপে ওঠে কেন?
সাজেদুর : ভূমিকম্প খুব ভয়ানক প্রাকৃতিক দুর্যোগ। তাই ভূমিকম্প শুরু হওয়ার কথা শুনলে ভয়ে মাটি কেঁপে ওঠে।
সংগ্রহে : আ জ ম রশিদ বিল্লাহ
কোতোয়ালি, রংপুর

সমস্ত শরীরে ফোলা দাগ নিয়ে এক রোগী ডাক্তারের কাছে গেল। ডাক্তার রোগীকে দেখে কোনো রোগই ধরতে পারলেন না। অবশেষে নিজের অক্ষমতা ঢাকতে-
ডাক্তার : এই রোগটা কি আপনার আগেও হয়েছিল?
রোগী : জি আগে একবার হয়েছিল। কিন্তু ডাক্তার সাহেব এটা আমার কী রোগ?
ডাক্তার : এটা আপনার আগের সেই রোগই।
সংগ্রহে : আজিমুল্লাহ হানিফ
নাঙ্গলকোট, কুমিল্লা

SHARE

8 COMMENTS

 1. মিনির বাবার তিন মেয়ে । *
  ১ম মেয়ের নাম কিনি ।*
  ২য় মেয়ের নাম টিনি ।*
  তাহলে ৩য় মেয়ের নাম কি ?

  • হাসির বাকসো।
   ১।দাদু: আরে তুই নারকেল গাছের আগায় কেন।
   ২।নাতি:আরে দাদু নারকেল গাছের আগা থেকে Engenearig কলেজের মেয়েদের দেখা যাচেছ।
   ৩। দাদু: আরে তুই হাত টা ছেড়ে দে দেখবি Madical. কলেজর. ে ময় ে েদখতে পাবি।
   আবু তাহের
   ফয়লা,রামপাল,বাগেরহাট।

Leave a Reply