আল মুজাহিদী
লোহার খাঁচায় পাখিটি বন্দী,
হোক্ না রাজার সঙ্গে সন্ধি।
পাখি বলে, ‘রাজা! ভাঙবো খাঁচাটা
আহ্, প্রাণে এখন জরুরি বাঁচাটা’।
বনের পাখিটি উড়ছে বনে যে,
স্বাধীন ইচ্ছে জাগছে মনে যে।
আলোয় মেলেছে তার দু’টি ডানা,
ভাঙছে দূরের নীলিম সীমানা।
ঝিলমিল করে রোদের পাখ্না,
বাছা, ওকে কাছে একটু ডাক না।
পাখিটি এখন মুক্ত স্বাধীন
নাচে তাই, নাচে তা-ধিন তা-ধিন।