Home নিয়মিত কিশোর জিজ্ঞাসা কিশোর জিজ্ঞাসা

কিশোর জিজ্ঞাসা

মো: রেজোয়ান হোসেন
সুবর্ণচর, নোয়াখালী
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কী?
– সমাচার দর্পণ।
মো: ইয়াছিন
যাত্রাবাড়ী, ঢাকা
পৃথিবীর আয়তন কত?
– প্রায় ২০১০ লক্ষ বর্গমাইল।
মো: কাওসার আহমেদ
শিবচর, মাদারীপুর
FIFA-এর প্রথম সভাপতি কে ছিলেন?
– জুলে রিমে।
রেদোওয়ান হোসেন
সুবর্ণচর, নোয়াখালী
বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?
– মহেশখালী।
বিলকিস আক্তার
মুক্তাগাছা, ময়মনসিংহ
মানুষ কোন্ কানে বেশি শোনে?
– বাম কানে।
ফাইজা রশিদ আদিবা
চকবাজার, চট্টগ্রাম
কিশোরকণ্ঠ সর্বপ্রথম কত সালে কোন্ মাসে প্রকাশিত হয়?
-১৯৮২ সালের ফেব্রুয়ারি মাসে।
মো: মোমিন
চরফ্যাশন, ভোলা
কবে রাজধানী ঢাকার ইংরেজি বানান ‘উধপপধ’ থেকে উযধশধ করা হয়?
– ৫ অক্টোবর, ১৯৮২।
মানজারুল ইসলাম
মিরপুর, ঢাকা
পৃথিবীর সর্বত্র দিবারাত্র সমান হয় কোন তারিখে?
– ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।
ফাহমিদা সুলতানা
শ্রীবরদী, শেরপুর
আসয়ারে খুদি বইটির রচয়িতা কে?
– আল্লামা ইকবাল।
শিমুল ইসলাম
কেরানীগঞ্জ, ঢাকা
পূর্ণরূপ জানতে চাই-
ডযড়- ডড়ৎষফ ঐবধষঃয ঙৎমধহরুধঃরড়হ. (বিশ্ব স্বাস্থ্য সংস্থা)
মো: মোমিন
চরফ্যাশন, ভোলা
মার্কিন যুক্তরাষ্ট্র কবে স্বাধীনতা লাভ করে?
-১৭৭৬ সালের ৪ জুলাই।
নজরুল ইসলাম শেখ
হাতিয়া, নোয়াখালী
বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
– সুরমা।

SHARE

Leave a Reply