শেফালী সোহেল
খুকু সোনা পড়তে বসো
মনটা দাও পাঠে
বুবু গেছে সাত সকালে
কলসি নিয়ে ঘাটে।
পড়তে খুকুর মন বসে না
মন শুধু চায় উড়তে
দোয়েল কোয়েল শ্যামার সাথে
বুনো পথে ঘুরতে।
সকাল বেলা শিউলী তলায়
শুভ্র সতেজ ফুল
বকুল তলার ফুল কুড়াতে
না করে সে ভুল।
রাতের বেলা জেগে জেগে
চাঁদের বুড়ির সনে
মজা করে গল্প করে
সবাই আপন মনে।