আ শ ম বাবর আলী
ফিরে এলো ফের আজ
কোরবানির দিন,
আপনাকে কোরবানি
দাও মোমেনিন।
মনে যত কলুষতা
হিংসা এবং গ্লানি,
নিজে হতে নির্মল
দাও কোরবানি।
থাকে যদি মন মাঝে
পশুত্বের ভাব,
পশু দিয়ে কোরবানি
নেই কোনো লাভ।
পশুত্বকে কোরবানি
দাও যদি তবে,
কোরবানির ঈদ যেন
সার্থক হবে।