Home নিয়মিত ঈদটা এলো ঈদটা এলো October, 2013 ফারুক হাসান ঈদটা এলো ঈদটা এলো একটি বছর পরে হাজারো না পাওয়ার মাঝে খুশির ঝিলিক ঝরে। সাত-সকালে ছেলে বুড়ো হচ্ছে নামাজমুখী খোদার রহম পেয়ে মানুষ তাইতো ভীষণ সুখী। খুশির দিনে ধনী-গরিব নেইকো ভেদাভেদ এক সাথে খাই কোর্মা-পোলাও রয় না কোন ক্লেদ ॥