শেখ মুহাম্মদ মুক্তার
খোকা-খুকুর দল ছুটেছে
রাস্তা দিয়ে ওই
আমরা কেবল বসে ভাবি
যাবো মোরা কই?
আনন্দের জোয়ারে
ভাসছে দেখো তারা
আমাদের দুঃখ কষ্ট
ঘুচাবে কারা?
শীত বৃষ্টি অনাহারে
জীবন চলে যাদের
ঈদের খুশি আনন্দ
আসবে নাকো তাদের।
শেখ মুহাম্মদ মুক্তার
খোকা-খুকুর দল ছুটেছে
রাস্তা দিয়ে ওই
আমরা কেবল বসে ভাবি
যাবো মোরা কই?
আনন্দের জোয়ারে
ভাসছে দেখো তারা
আমাদের দুঃখ কষ্ট
ঘুচাবে কারা?
শীত বৃষ্টি অনাহারে
জীবন চলে যাদের
ঈদের খুশি আনন্দ
আসবে নাকো তাদের।