তানভীর আহম্মদ ভুঁইয়া ফাহিম
নতুন জামা গায়ে দিয়ে
নতুন জুতা পরে
করবে মজা সবাই মিলে
হেথায় সেথায় ঘুরে।
করবে খেলা করবে মজা
খুশি সবার মুখে
নামাজ শেষে গাঁয়ের সবাই
বুক মেলাবে বুকে।
তানভীর আহম্মদ ভুঁইয়া ফাহিম
নতুন জামা গায়ে দিয়ে
নতুন জুতা পরে
করবে মজা সবাই মিলে
হেথায় সেথায় ঘুরে।
করবে খেলা করবে মজা
খুশি সবার মুখে
নামাজ শেষে গাঁয়ের সবাই
বুক মেলাবে বুকে।