বাতেন বাহার
এক ফালি বাঁকা চাঁদ ঠিক যেন কাঁচি
দেখে দেখে উল্লাসে হাসি আর নাচি।
রাত শেষে ভোর হবে সমস্বরে গান
তাই মনে ঈদ ঈদ সুখ অফুরান।
যার যত দামি জামা বাহারি পোশাক
করবেই সুশোভিত শরীরের বাঁক।
রকমারি খানাদানা শীতল-গরম
ঈদে নেই কম-বেশি খাবার শরম।
ঈদগাহে কোলাকুলি মিলনের সুখে
বাঁকা চাঁদ সুখ আঁকে সকলের বুকে।