আসাদ বিন হাফিজ
নাম তার বিল্লি, ভাল নাম মার্জার
দুই চোখ আঁধারে জ্বলে দুই চার্জার।
ব্যাঘ্রের খালা তাই শিকারিটা পাক্কা
তার কাছে খাটে না তো কোন বায়নাক্কা।
ইঁদুরের হাত থেকে যদি চাও নিস্তার
যদি চাও রোধ হোক ইঁদুরের বিস্তারÑ
দুধ-ভাত খেতে দাও, খেতে দাও মৎস্য
পোষ মেনে সে হবে আদরের বৎস্য।
শরীরটা তুলতুলে, আদরের ভক্ত
ছোট জীব তবু তার কাজ বড় শক্ত।
হাতি ঘোড়া কুপোকাত, কুপোকাত দস্যি
তার কাছে সেই কাজ অতিশয় নস্যি।
আন্ধার হলে তার জ্বলজ্বলে দৃষ্টি
আল্লাহর মহিমার অপরূপ সৃষ্টি।
খুব বাল হয়েছে।
01745056532
সকাল |আ.রহিম|সকাল সকাল উঠবে হেসে।সবাই যেন ভালবাসে।পড়িবা তুমি সবার আগে।উঠবে তুমি আগে জেগে।মন দিয়ে তুমি বই পড়িবা।সুন্দর একটি জীবন গড়িবা।সুর্য মামা দিচ্ছে উকি।দেখে হাসে খোকা খুকি।
অবাক করার মত