মীর আমজাদ আলী
নীলাভ আকাশেতে পেঁজা তুলা মেঘ
ঠৈকিছে উজানে যেনো বাতাসের বেগ
মাঝি নেই চলে একা পালহীন নাও
জানে কেউ এ তরী ভিড়বে কোথাও?
আঙিনায় ঝরে পড়ে ফুল শেফালি
ঈশানেতে রঙধনু জ্বলে দীপালি
ফুটে ওঠে অপরূপ শরৎ শোভা
প্রকৃতি মধুর হয়ে ছোঁয় মনোলোভা।
নদী-তীরে কাশফুল গেছে বহুদূর
বটছায়ে বাঁশি কার বাজে সুমধুর
একই সাথে রোদ-বৃষ্টি পড়িছে ঝরি
নয়ন জুড়ানো শোভা আহা মরি মরি!
ধেনু ধেয়ে বেণু হাতে যায় রাখালী
ধূসর সাঁঝেতে ফেরে পাখ-পাখালী
খরতব নদী গেছে কোন্ অজানায়
এমনই শরৎ আসে এই বাংলায়।