আবদুল ওহাব আজাদ
শরৎ হাসে
ধানের ডগায়
বাংলা মায়ের কোলে।
শরৎ হাসে
সবুজ ঘাসে
ঘুঘু পাখির বোলে।
শরৎ হাসে
মেঘের ভেলায়
রোদ বৃষ্টি খেলায়।
শরৎ হাসে
খালে-বিলে
শাপলা ফুলের মেলায়।
শরৎ হাসে
ঝিঁঝির ডাকে
জোনাক জ্বলা রাতে।
শরৎ হাসে
সূর্যোদয়ে
শিশির ঝরা প্রাতে।