আমিনুল ইসলাম
ভয় করে ভাই
ভয় করে
আমার ভীষণ
ভয় করে
খোদার গজব
কঠিন বড়
ঘরটা আমার
নড়বড়ে।
কখনো হয়
অগ্নিঝড়
ভূমিকম্প
থরথর
প্রলয় মহা
ধ্বংস সকল
গ্রাম শহর।
খুঁজবো বাঁচার
সুযোড় তাই
এক সাথে সব
হাত উঠাই
মনিব আমার
মালিক আমার
রহম শুধু
ভিক্ষা চাই।