মঈনুল হক চৌধুরী
সাক্ষরতার বলছি কথা
একটু শোন ভাই,
শিক্ষা ছাড়া মানুষ নামের
কোন যে দাম নাই।
অশিক্ষিত মানুষ মানেই
দেশ ও জাতির বোঝা,
তাই বলছি সব শিশুদের
ইশকুলে দাও সোজা।
শিক্ষা যদি থাকে কারো
ছড়াবে সে আলো,
চিনে নেবে কোথায় আছে
মন্দ এবং ভালো।
শিক্ষা যাদের নেই হৃদয়ে
অন্ধ তাদের চোখ,
সুশীল সমাজ বলে তাদের
পিছিয়ে পড়া লোক।
বিশ্ব মাঝে তাই হতে চাই
আমরা যে সম্মানী,
অশিক্ষাকে কবÍ দেব
দূর করে সব গানি।
তাই বলছি সাক্ষরতার
হার বাড়াতে হবে,
দু:খ জ্বরা অভাব থেকে
মুক্ত হবো তবে।