ইউসুফ আল আজাদ
বর্ষা শেষে
মিষ্টি হেসে
শরৎ আসে বাংলাদেশে
নদীর বাঁকে
গাছের শাখে
আমায় ডেকে শরৎ আসে।
দিন দুপুরে
আকাশ জুড়ে
সাদা সাদা মেঘ ওড়ে
শিশির ঝরে
ঘাসের ’পরে
পাখ-পাখালি গান ধরে।
নীল আকাশে
মেঘের পাশে
মিটি মিটি চাঁদ হাসে
নদীর ধারে
কাশের সারে
শরৎ আসে বারে বারে।