নাছির উদ্দিন সরদার
শরৎ আমার নীলমতি প্রেম
শরৎ আমার গান যে
শরৎ আমার আলোর নাচন
কাঁচা সবুজ ধান যে।
শরৎ আমার শিউলি মালা
শরৎ আমার প্রাণ যে
শরৎ আমার মন মাতানো
বকুল ফুলের ঘ্রাণ যে।
শরৎ আমার কলমীলতায়
খোলসে মাছের খেলা
শরৎ আমার কাশ বাগানে
হারিয়ে যাওয়ার বেলা।
শরৎ আমার জুঁই চামেলি
কাঁঠারচাঁপা কেয়া
শরৎ আমার শিশির জলে
দুর্বা ঘাসের খেয়া।