Home ছড়া-কবিতা শরতের ছড়া শরতের ছড়া September, 2013 বাসুদের সরকার শিউলি আর কাশফুল নিয়ে আসলো শরৎ দেশে শুভ্র মেঘের ভাসছে ভেলা মুক্ত অই আকাশে। গাছে গাছে তাল পাকে যে ভরা ভাদ্র মাসে সকাল বেলা শিশির জমে কচি সবুজ ঘাসে। শরৎ এলো, শরৎ এলো বর্ষা বাদল শেষে চারিদিকে সাজ সাজ অপরূপ বেশে।