জহিরুল ইসলাম
সবুজের বুকে যেন প্রকৃতির ঘর
পাখি গড়েছে বাসা গাছের ওপর
সাদা মেঘের ওড়াউড়ি
ধরণীতে নেই তার জুড়ি
পাতাগুলি গাছে গাছে
হেলে দুলে শুধু নাচে।
বিকালের রৌদটা করে ঝিকিমিকি
দিনের আলোতে যেন নাচে জোনাকি।
নদী আর বিলগুলি মাছের আড়ৎ
সব নিয়ে এল যেন রোদেলা শরৎ।