সোহেল রানা বীর
পাখিরা আজ জোট বেঁধেছে
কইবে না কেউ কথা,
উড়বে না কেউ আকাশ পানে
থাকবে নীরবতা।
সবুজ নামের ফুল বাগিচায়
ফুটবে না আজ ফুল,
টগর, জবা, জুঁই, চামেলী
হিজল ও বকুল।
উঠবে না আজ দূর আকাশে
জ্যোছনা ভরা চাঁদ,
জোনাকিরা থাকবে চেয়ে
দেখবে কাল রাত।
সবকিছু হায়, ঠিক হতে চায়
তোমায় কাছে পেয়ে,
এই ভেবে আজ বসে আছি
তোমার পথ চেয়ে।
হলুদ খামে জানিয়ে দিলাম
এই শরতেই এসো,
হৃদয় দিয়ে সারা জীবন
আমায় ভালবেসো।