ইয়াকুব আলী রনী
ইচ্ছে করে নীল আকাশে
পাখি হয়ে উড়ি,
মনের সুখে ডানা মেলে
দেশ-বিদেশে ঘুরি।
ইচ্ছে করে নদীর মতো
ছুটতে আঁকা বাঁকা,
সেথায় যেয়ে মিশবো আমি
আদর-পরশ মাখা।
ইচ্ছে করে কলি থেকে
ফুল হয়ে ফুটি,
ভোর বিহানে রবির সাথে
বন্ধু হয়ে জুটি।
ইয়াকুব আলী রনী
ইচ্ছে করে নীল আকাশে
পাখি হয়ে উড়ি,
মনের সুখে ডানা মেলে
দেশ-বিদেশে ঘুরি।
ইচ্ছে করে নদীর মতো
ছুটতে আঁকা বাঁকা,
সেথায় যেয়ে মিশবো আমি
আদর-পরশ মাখা।
ইচ্ছে করে কলি থেকে
ফুল হয়ে ফুটি,
ভোর বিহানে রবির সাথে
বন্ধু হয়ে জুটি।