শাশ্বত আলমগীর
বিশাল আকাশ মুক্ত বাতাস
পাখির ওড়াউড়ি
এই তো আমার ডানা যে তাই
উড়াই শুধু ঘুড়ি।
বিনা পয়সায় পখি দেখে
কত শত দেশ
আমি তো ভাই পারি না
দেখতে কোনো দেশ।
ইচ্ছে জাগে পাখি হই
দেখি রূপের বাহার
মন জুড়ানো দৃশ্যই আমার
কবি-মনের আহার।
শাশ্বত আলমগীর
বিশাল আকাশ মুক্ত বাতাস
পাখির ওড়াউড়ি
এই তো আমার ডানা যে তাই
উড়াই শুধু ঘুড়ি।
বিনা পয়সায় পখি দেখে
কত শত দেশ
আমি তো ভাই পারি না
দেখতে কোনো দেশ।
ইচ্ছে জাগে পাখি হই
দেখি রূপের বাহার
মন জুড়ানো দৃশ্যই আমার
কবি-মনের আহার।