আব্দুল্লাহ মাহমুদ নজীব
আমার ভীষণ ইচ্ছে জাগে নানুর বাড়ি যেতে
রোদ-ঝলমল ভোরে সবাই বসে মাদুর পেতে
নানুর হাতে চিতই-পায়েস আয়েশ করে খেতে
কাবাডি আর গোল্লাছুটে উঠতে সবাই মেতে।
ছায়ায় ঘেরা, মায়ায় ঘেরা নানুর বাড়ির কাছে
ঢেউ টলোমল পদ্ম ফুলের একটি দিঘি আছে
সেই দিীিতে আমার সাথে জলকেলী খায় মাছে
খানিক পরেই মন ছুটে যায় উঠতে জারুল গাছে।
ভর দুপুরে উদোম গায়ে ফুটবল ম্যাচ খেলা
কিংবা সবাই মিলে নদীর জলে ভাসাই ভেলা।
নানুর বাড়ির বাগান জুড়ে প্রজাপতির মেলা-
ফুল-পাখিদের সাথেই আমার কাটে সারা বেলা।