Home তোমাদের কবিতা কার দয়াতে

কার দয়াতে

মো: শাহিন হাসান

কার দয়াতে নিপুনভাবে
সব হয়েছে সৃষ্টি
সাগর ভরা নোনা পানি
মেঘমালা আর বৃষ্টি।
কার দয়াতে পাখির কণ্ঠে
নিষ্টি সুরের তান
ফুলে ফলে পাগল করা
মৌ মৌ মৌ ঘ্রাণ।
কার দয়াতে গাছের ডালে
সবুজ পাতার রেশ
দিনের পরে রাত আসে
বদলে পরিবেশ।
কার দয়াতে রবির আলো
চাঁদটা জোছনাময়
খুঁটি ছাড়া বিশাল আকাশ
কেমন করে রয়।
কার দয়াতে খেজুর গাছে
মিষ্টি রসের দান
এ সবেরই স্রষ্টা প্রভু
আল্লাহ মেহেরবান।

SHARE

Leave a Reply