Home তোমাদের কবিতা দেশ

দেশ

নাফিছা আজীজ চৌধুরী

পাখির দেশ ফুলের দেশ
আম-কাঁঠালের নেই শেষ
সবুজ-শ্যামল সুরের দেশ
নদী-নালার মজার দেশ।

গ্রামের দেশ হাটের দেশ
ধান-পাটের নেই শেষ
তোমার দেশ আমার দেশ
মিলেমিশে আছি বেশ।

SHARE

Leave a Reply