Home তোমাদের কবিতা খোকার খেলা

খোকার খেলা

বিশ্বাস আবুল কালাম

নিশি রাতে তারার মেলা
চাঁদকে নিয়ে খোকার খেলা
বাঁকা চাঁদ আর তারার দেশে
খোকা যাবে নিরুদ্দেশে।
ভাবনা খোকার টুটায় ঘুম
কানে বাজে মেলার ধুম
রাতের শেষে ওঠে বেলা
শেষ হয়ে যায় খোকার খেলা।

SHARE

Leave a Reply