মুহাম্মাদ ফরিদ হাসান
আমরা নবীন আমরা কিশোর
আমরা ভোরের রবি
রং-তুলিতে সকাল বিকাল
আঁকি দেশের ছবি।
আমরা নবীন আমরা কিশোর
আমরা রাতের তারা
দিকে দিকে প্রাণে প্রাণে
আমরা জাগাই সাড়া।
আমরা নবীন আমরা কিশোর
আমরা আশার আলো
ধনী গরিব বিভেদ ভুলে
ঘুচাই আঁধার কালো।
অমরা নবীন আমরা কিশোর
আমরা নতুন ভোর
দেশের দুঃখ ঘুচিয়ে দিয়ে
খুলি সুখের দোর।