আল মাহমুদ
আমি কেবল স্বপ্ন দেখি চলছি আমি
চলতে চলতে বলার কথা বলছি আমি।
চলতে চলতে পথের পাশে গাছের সারি
আমায় দেখে প্রশ্ন করে কোথায় বাড়ি।
আমি হেসে বলি ওগো বৃক্ষসকল
বাড়িও নেই বসতও নেই আমার কেবল।
পথের টানে চলার আছে ইচ্ছা বুঝি
তাইতো আমি হাত বাড়িয়ে বৃষ্টি খুঁজি।
ঝরঝরিয়ে নামলো পথে বৃষ্টিধারা
ঝড়ে জলে আমি হলাম সর্বহারা।
সিক্ত আমি রিক্ত আমি যাচ্ছি একা
হঠাৎ দেখি পথের মাঝে পত্র লেখা।
বলছে আমায় থামতে হবে পথের শেষে
থামতে হবে থামতে হবে বাংলাদেশে।
kshorkhanta amar jibon. Ata somy moto na hate pale amar dom bondho hoy ase.