মুস্তাফা ইসলাহী
ঈদের খুশি জামা কাপড়
ঈদের খুশি সাজা
ঈদের খুশি গোশত পোলাও
সেমাই পিঠা ভাজা।
ঈদের খুশি গল্প গুজব
জেগে থাকা রাত
ঈদের খুশি নতুন টাকা
লাল মেহেদীর হাত।
ঈদের খুশি নামাজ পড়া
ঈদের খুশি ঘোরা
ঈদের খুশি কোলাকুলি
পাখির মত ওড়া।
ঈদের খুশি চাঁদের হাসি
ঈদের খুশি দান
ঈদের খুশি ‘রমজানের ঐ-
রোজার শেষে’র গান।