সরদার গোলাম মোস্তফা
নদীর পাড়ে জড়ো হয়ে
পাড়ার ছেলে সব
নীল আকাশে চাঁদটা দেখে
করছে কলরব।
ছোট্ট কচি চাঁদটা যেন
বলছে ডেকেÑ ভাই,
আগামীকাল ঈদটা হবে
সন্দেহ যে নাই।
রাত পোহালে হবে যে ঈদ
লাগছে কত ভালো
মনটা সবার ভরে দিলো
ঈদের চাঁদের আলো।
সরদার গোলাম মোস্তফা
নদীর পাড়ে জড়ো হয়ে
পাড়ার ছেলে সব
নীল আকাশে চাঁদটা দেখে
করছে কলরব।
ছোট্ট কচি চাঁদটা যেন
বলছে ডেকেÑ ভাই,
আগামীকাল ঈদটা হবে
সন্দেহ যে নাই।
রাত পোহালে হবে যে ঈদ
লাগছে কত ভালো
মনটা সবার ভরে দিলো
ঈদের চাঁদের আলো।