Home ছড়া-কবিতা ঈদের ছড়া ঈদের ছড়া August, 2013 সিফাত বিনতে আলম সোনার দেশে বছর ঘুরে এল আবার ঈদ ফুল পাখিরা মিষ্টি সুরে উঠল গেয়ে গীত। ঈদ মোবারক বলছে সবাই করছে কোলাকুলি ধনী-গরিব কাঁধ মিলাল সব ভেদাভেদ ভুলি।