Home ছড়া-কবিতা মা মা August, 2013 মুন্সী আসাদ উল্লাহ মায়ের কথা মনে হলে কান্না আসে চোখে মায়ের স্মৃতি, মায়ের কথায় বুকটি ভরে দুখে। মা ছিল ভালোবাসা লক্ষ তারার মাঝে মায়ের কথা মনে পড়ে আমার সকল কাজে। মা হারিয়ে শোকের মাতম চোখের জলে ভাসি হারিয়ে গেল ভালোবাসা মুখের যত হাসি।