হাসান হাফিজ
বুঁচকি রে বুঁচকি
তুই ছোটো পুঁচকি
নাক তোর বোঁচা,
লোকজনে কেন তোকে
অকারণে শুধু ঠোকে
দেয় দাগা খোঁচা।
যদি হয় বোঁচা নাক
লোকসান ক্ষতি মান
এইসব কথা থাক
ভুলে যা না অপমান।
বোঁচা নাকও ওচা হয়
ঘ্রাণ শোঁকে ঠিক তা,
গায়ে মেখে নিসনি তা
দ্যাখ চারিদিকটা।