জয়নুল আবেদীন আজাদ
ঝলমলে মার্কেটে কত কেনাকাটা
চারিদিকে শোরগোল ডাক কানফাটা,
সূর্যটা ডুবুডুবু তবু হুঁশ নাই
ইফতার যায় চলে মুখে তুলে হাই।
এমন কেনাকাটায় নেই রমজান
সিয়ামের সংযমে আছে ফরমান,
তাহলে কেন যে এই কেনাকাটা ধুম
এর চেয়ে ভালো ভাই বিশ্রাম ঘুম।
রাতের তারাবি আছে আছে ইবাদত
রমজানে হতে নেই কোনো খেয়ানত,
রোজায় আছে আরও জবাবের ভয়
এসব বুঝবে যারা পাবে তারা জয়।
রোজার দহনে পুড়ে হতে হয় খাঁটি
এমন মানুষ চায় স্বদেশের মাটি,
রোজার মর্ম বুঝে কাটালে জীবন
প্রতিদিন বয়ে যায় ঈদের পবন।