Home ছড়া-কবিতা হাট-বাজারে হাট-বাজারে August, 2013 ফারুক হোসেন হাট-বাজারে গেলেই একি! চতুর্দিকে আগুন দেখি, খুঁজে মরি পাই না কিছুই সস্তায়। মাছ গোশ ডাল তরকারি তেল চিনি যা দরকারি সব বুঝি ঐ মজুদদারের বস্তায়। ক্রেতায় ভরা হাটের গলি ফিরছে হাতে শূন্য থলি, ঘরমুখো ওই মানুষগুলো পস্তায়।