হাসান আলীম
পাখি, ছোট্ট পাখি
হিজল বনে কোথায় গেলি ডাকি
তোর ডাকে যে হৃদয় গলে পড়ে,
গাছের পাতা ঝরে।
চক্ষু দুটো নীরে পদ্মফুল
তোর বিনয়ের পাই না কোন তুল।
পাখিরে তোর কণ্ঠে মধু ভরা
চক্ষু যেন সুরমা-কাজল পরা।
স্বর্ণ ঈগল ডানাÑ
ডাকতে তোরে করব না যে মানা।
পাখিরে তুই জীবন ভরে ডাক
সবার বুকে সুখের পরশ থাক।