Home ছড়া-কবিতা ‘বিব্রতকর, বিব্রতকর’

‘বিব্রতকর, বিব্রতকর’

আহমদ আখতার

‘দিনগুলো কই বৃষ্টিমুখর…’
‘এখন সেটাই বিব্রতকর!’

সেয়ান ঘুঘুর ছাও বলে কি :
হঠাৎ ও-মা হলো এ কী
কোথায় গেল মেঘের বাড়ি
কার সঙ্গে মেঘের আড়ি।

মা পাখিটা ক্ষুব্ধ তবে
হঠাৎ কেন বৃষ্টি হবে!
বৃষ্টি বাদল ঘনঘটা
থেকে থেকে আলোর ছটা
হঠাৎ যদি ওঠে সে ঝড়
বিব্রতকর, বিব্রতকর।

SHARE

Leave a Reply