আহমদ আখতার
‘দিনগুলো কই বৃষ্টিমুখর…’
‘এখন সেটাই বিব্রতকর!’
সেয়ান ঘুঘুর ছাও বলে কি :
হঠাৎ ও-মা হলো এ কী
কোথায় গেল মেঘের বাড়ি
কার সঙ্গে মেঘের আড়ি।
মা পাখিটা ক্ষুব্ধ তবে
হঠাৎ কেন বৃষ্টি হবে!
বৃষ্টি বাদল ঘনঘটা
থেকে থেকে আলোর ছটা
হঠাৎ যদি ওঠে সে ঝড়
বিব্রতকর, বিব্রতকর।