জাকির আবু জাফর
জোছনা ভরা রাত্রি দেখে থমকে গেলো মন
মনের ভেতর জোছনা এসে তুলছে আলোড়ন।
কোথায় যেনো আকাশ ছিলো কোথায় ছিলো নীল
আকাশ নীলের নভৃতিতে কে দিয়েছে মিল।
মিষ্টি চাঁদের আলোর ছটায় ঘোমটা খোলে রাত
মনের দেশে জোছনা বুঝি তাই করে উৎপাত।
মন ছুটে যায় চাঁদের দেশে চাঁদ নেমে যায় মনে
মন পাখিটা পাখনা মেলে অবাক জোছনা বনে।
রাত্রি আমার আনন্দময় রাত্রি আমার ঘোর
আমি এখন রাতের দেশে একাই জোসনা খোর।
চাঁদের আলো খাচ্ছি আমি চাঁদ খেয়েছে মন
মধ্যরাতে চাঁদের সাথে ছুটছি সারাক্ষণ।
চাঁদ আমাকে জানে ঠিকই চাঁদকে আমি জানি
চাঁদ বলেছে আমি নাকি ভীষণ অভিমানী
আমার মনে জোসনা মাখা সুখের মায়াজাল
চাঁদনি আমার বুকের দেশে বন্ধু চিরকাল।