গাজী এনামুল হক
এসো এক সাথে গাই সবে
নবীনের গান
আমরা যুগের নব সূর্য-সেনা
আমরা মহান।
আমাদের জীবন হোক ধন্য
হবো আমরা জাতির অনন্য
আমরা ঊর্ধ্বে ওড়াবো সবে
জয়ের নিশান।
সত্য শক্তি সত্য সুন্দর
সত্যের জয়
সেই সত্যকে বুকে ধরে
নেই কোনো ভয়।
আমরা এ দেশকে গড়বো
অন্যায় প্রতিরোধে লড়বো
অনাচার অবিচার তুলে দিয়ে
শান্তির করবো বিধান।