Home ছড়া-কবিতা হাসি আর খুশি হাসি আর খুশি August, 2013 নাহার আহ্মেদ হাসি খুশি জমজ দু’বোন দেখতে ছিল একই রকম ভুল করতো চিনতে সবাই হাসি খুশির লাগতো মজাই। লেখাপড়া খেলাধুলায় নেইতো জুড়ি ছবি আঁকায়Ñ হাসতো ওরা খিলখিলিয়ে চলতো সবার মন জুগিয়ে সবাই ভালো বাসতো যে তাই বলতো, ওদের তুলনা নাই।