দেলওয়ার বিন রশিদ
১.
রোজা শেষে ঈদ এসেছে সবার ঘরে
খুশবু মাখা খুশির রেণু উপচে পড়ে
ঈদ এসেছে ফুল ফুটেছে সব খানে
দুঃখ ব্যথা ভুলছে সবাই হাসি গানে।
২.
ঈদ আনে খুশি ঈদ আনে হাসি
ঈদ আনে ঘরে ঘরে ভালোবাসাবাসি
ঈদ আনে রোজার শেষে নতুন দিন
হাসি খুশির ফুল ফোটে সফেদ রঙিন।
৩.
ঈদ আসুক ধনী-গরিব সব ঘরে
ছড়াক সুখ সুবাস তশতরী ভরে।