নাসির হেলাল
সূক্ষ্ম সূক্ষ্ম পাপকর্ম সূক্ষ্ম ভালো কাজ
সকল কিছুই পড়বে ধরা সূক্ষ্ম কারুকাজ।
বাদ যাবে না কোনো কিছুই যতই ছোট হোক
বিচার দিনে ধরা খাবে পাপী যত লোক।
অণু থেকে অণুকণা উঠবে চোখে ভেসে
হিসেব মতো না চললে যেতে হবে ফেঁসে।
রেকর্ড যখন উঠবে বেজে হবে ফিল্ম চালু
আপন কর্ম দেখতে দেখতে তপ্ত হবে তালু।
হাত-পা সেদিন বলবে কথা বন্ধ হবে মুখ
গোপন যত ব্যাপার-স্যাপার বলে পাবে সুখ।
সময় থাকতে তাইতো সবার কাজ করা চাই ভালো
মনের মাঝে প্রদীপ জ্বেলে দূর করা চাই কালো।