আবদুল কুদ্দুস ফরিদী
দিগন্ত দূর হরিৎ রঙা
কাজলরেখার গাঁয়ে,
হিজল জারুল শান্ত বরুণ
স্নিগ্ধ শ্যামল ছায়ে
আমার বাড়ি। বাড়ির কাছেই গহিন কালো বন,
বনের পরেই শাপলা ফোটা বিল,
ঝিরিঝিরি পুবাল হাওয়ায়
ঢেউ করে ঝিলমিল।
বিকেল হলে হলদে রোদে যেখানটাতে
আসর জমায়Ñ
দোয়েল শ্যামা মাছরাঙারা
একটানা গায় গান,
আমি তখন সে আসরে নীরব মুখর
সাথে আমার কাগজ কলম
কবিতা আর বুনো ফুলের ঘ্রাণ।
নিবিড় নিঝুম বিজন বনে নীল ঘুঘুদের বাড়ি,
উদাস উদাস দীঘল মাঠে বাউকুড়ানির পাড়ি।
অনেক পরে সন্ধ্যা নামে রাত্রি আসে
জোনাক জ্বলে চাঁদ তারা দেয় আলো,
আমি আমার কাজল কাজল
শ্যামল গাঁ-কে মায়ের মতোই
অনেক অনেক অনেক বাসি ভালো।
খুব বালো লাগলো।