হেলাল আনওয়ার
আমার মায়ের শুকনো মুখ
আঁধার ঘেরা বুকে
দুঃখ জ্বালা কষ্টগুলো
করছে দেহ ফিকে।
মেঘের পাথর সরিয়ে সেদিন
রবির আলো নিয়ে
মা জননী হেসেছিল
শাপলা দোয়েল পেয়ে।
আঁচল ভরে রাখতো কতো
স্বপ্ন সুখের ছবি
মায়ের মুখের হাসি দেখে
লজ্জা পেত রবি।
মাগো তোমার মুখের হাসি
দেখতে আমি চাই
তোমার মাঝে বিশ্বটাকে
খুঁজে যেন পাই ॥